মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

পদার্থ


*       পদার্থ:- যার ওজন আছে, আয়তন আছে,স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা দেয় তাকে পদার্থ বলে। পদার্থ ২ প্রকার যথা:
                        1.    মৌলিক পদার্থ: যে পদার্থ সমূহকে ভাঙ্গলে ঐ পদার্থ ব্যতীত অন্য কোন পদার্থ পাওয়া যায়না তাকে মৌলিক পদার্থ।যেমন- হাইড্রোজেন,অক্সিজেন,কার্বন, নাইট্রোজেন, সোনা,রূপা,তামা ইত্যাদি।
                       2.    যৌগিক পদার্থ: যে পদার্থ সমূহকে ভাঙ্গলে  এক বা একাধিক  পদার্থ পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ। যেমন- কার্বন ডাইঅক্সাইড,চুন,তুঁতে,চিনি,পানি,লবন,তৈল ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন