রবিবার, ৭ জুলাই, ২০১৩

পরিবহী


*       পরিবহী: যে পদার্থের মধ্য দিয়ে সহজেই এক স্হানহতে অন্য স্হানে বিদুৎ প্রবহিত হতেপারে অর্থাৎ-বিদুৎ প্রবাহে কোন বাধাঁ পায়না তাকে পরিবহী বলে। ইহা তিন প্রকার
1.   Good Conductor(সু-পরিবহী): যে পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদুৎ প্রবাহিত হতে পারে তাকে Good conductor বলে।পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ১,২,৩ টি থাকে।  যেমন:-তামা, সোনা, রূপা, এলমোনিয়াম, দস্তা, পিতল, নিকেল, সীসা, রাং, প্লাটিনাম, ফসফর ব্রোঞ্জ, পারদ ইত্যাদি।
2.   Semi Conductor(অর্ধ-পরিবহী):যে পদার্থের মধ্য দিয়ে বিদুৎ প্রবাহিত হওয়ার সময় আংশিক ভাবে বাধাঁ প্রাপ্ত হয় Semi conductor বলে।পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ৪ টি থাকে। যেমন:-কার্বন, সিলিকন, মাইকা, কয়লা, জার্মেনিয়াম, বিজা মাটি, বিজা বাঁশ ইত্যাদি।
3.   Insulator(কু-পরিবহী)যে পদার্থের মধ্য দিয়ে বিদুৎ প্রবাহিত হতে পারেনা তাকে Insulator বলে। পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ৫,৬,৭ টি থাকে।য়েমন:- ব্যকেলাইট, এসবেসটস, মার্বেল, পাথর, রাবার, চিনামাটি, তুলা, শুকনো কাগজ, শুকনো বাঁশ ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন