রবিবার, ৭ জুলাই, ২০১৩

ইলেকট্রিক পাওয়ার


*       ইলেকট্রিক পাওয়ার: যে হারে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সম্পন্ন হয় তাকে ইলেকট্রিক পাওয়ার বলে। বলে।একে p দ্বারা প্রকাশ করা হয়। এর একক জুল/সেকেন্ড বা ওয়াট।এক volt কাজের পার্থক্যে এক অ্যামপিয়ার কারেন্ট প্রবাহিত হইবে যে পরিমান অপচয় হয় তাকে ওয়াট বলে। অন্যথায় বলা যায় যে ক্ষমতা প্রতি সেকেন্ডে এক জুল পরিমান কাজ সম্পন্ন করে তাকে watt বলে।

1 টি মন্তব্য: